প্রেস বিজ্ঞপ্তিঃ
আইস্টক গ্রুপ তাদের নতুন সিস্টার কনসার্ন আইস্টক প্রপার্টি-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রাজধানীর প্রগতি সরণিতে আইস্টক গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সফট ওপেনিং অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে এই নতুন অধ্যায়ের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্টক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, জনাব একেএম ইয়াসিনুজ্জামান, চিফ অপারেটিং অফিসার,জনাব মুহাম্মদ আরিফ খান, এবং আইস্টক প্রপার্টি এর পরিচালক,জনাব সোহেল আহমেদ সহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন হকি ক্লাবের কো-চেয়ারম্যান জনাব ইমরান আহমেদ।
আইস্টক প্রপার্টি দেশের আবাসন শিল্পে মানসম্মত প্রকল্প ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে।
Leave a Reply