আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের কৃষক উত্তম দাস, মনকুদুর রহমান এবং অমিত দাসের ১৫০ শতক জমি গতকাল ১২মে কেটে দিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী এর নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা আব্দুস শুক্কুর, মোঃ মুজিবুর রহমান চৌধুরী, রাইহান তালুকদার, আরফ আলী, আইয়ুব আলী, গিয়াসউদ্দিন, দীদার, উত্তম দাস,বাহাদুর, নির্মল দাস, ডালিম পালিত, পিয়াল দাস, পরিমল দাস, তারজিদ চৌধুরী, অমিত চৌধুরী, সন্তোষ মজুমদার, তন্ময় চৌধুরী, গান্ধী সিকদার, চন্দন সিকদার, হরিদাস, উলন সিকদার, হারাদন দাস, টিটোন দাস, রতন দাস, রুপন দাস, ছাত্রলীগ নেতা সাগর, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্র নেতা ডাঃ হাসানুর রহমান চৌধুরী, আশিকুর রহমান চৌধুরী, সাগর সহ অসংখ্য ছাত্র ও কৃষক নেতৃবৃন্দ। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরী বলেন, করোনার মহামারিতে যখন সবগুলো স্তব্ধ তখন সোনার ছেলে কৃষকরা মাঠে৷ করোনা মহামারীতে কৃষকরা যখন শ্রমিকের অভাবে ধান কাটতে পারতেছে না তখন বাংলাদেশ কৃষকলীগ কৃষকদের পাশে, বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ দাদা এবং সাধারণ সম্পাদক এড উম্মে কুলসুম স্মৃতি এমপি আপা নির্দেশ দেন আমাদের কৃষকের পাশে থাকতে। সবসময়ের ন্যায় এবারও আনোয়ারা মাটি ও মানুষের নেতা ভূমিমন্ত্রী চট্টলরত্ন আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে ও তত্ত্বাবধানে আমরা গরীব কৃষকদের ধান কেটে দিয়েছি।
Leave a Reply