আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড মিটিং গত ৮ ই জুন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আলমগীর আলম। বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের পিএনএসডি এপে. এস কে দত্ত অনুপ, এপেক্স বাংলাদেশ জেলা – ৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,বোর্ড মেম্বার ন্যাশনাল এনইএস এপে. লিয়াকত আলী, পটিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.মো জসিম উদ্দিন,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপে. মোঃ আরিফ খান, ডিস্ট্রিক্ট এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের পাবলিক স্কিপিং এন্ড ডেবিট ডাইরেক্টর মোঃ কায়সারুল আলম, ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফেলোশিপ এন্ড পিআরএস ডাইরেক্টর এপে. আবদুর রহিম খন্দকার, সার্জন এট আর্মস এপে. এস এম আবু হেনা প্রমুখ।
সভায় এপেক্স ক্লাব অব পটিয়ার অতীত সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি তার বক্তব্যে সেবা কার্যক্রমের কথা তুলে ধরেন তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় এবং জুন ও জুলাই মাসে স্কুল শিক্ষার্থীদের ছাতা বিতরনের সিদ্ধান্তসহ সেবা পরিচালনায় নানান সিদ্ধান্ত নেয়া হয়।
সভাপতি সকল কাজে আন্তরিকতার সহিত সহযোগিতা নিয়ে এগিয়ে আসায় বোর্ড ও ফ্লোর মেম্বারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আগামীতে একসাথে সকল সেবা আরও বেশি বেশি পরিচালনা করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি করা হয়।
Leave a Reply