ফারজানা রহমানঃ
কথন সাহিত্য ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে সম্প্রতি এক সভা শিশুসাহিত্যিক ফারুক হাসানের সভাপতিত্বে টেরীবাজারস্থ শিশুকিশোর মাসিক কথন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কথন সম্পাদক ফারুক হাসান কে সভাপতি এবং কবি, প্রাবন্ধিক ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন কে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আলী আহমেদ শাহীন, ডঃ মুহাম্মদ কামাল উদ্দিন, দিলরুবা খানম ছুটি, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, শওকত আলী, জামশেদ আহমেদ, নুর নাহার নিপা, এহতেশাম পারভেজ সিদ্দিকী জুয়েল ও এসআই জুয়েল। কার্যনির্বাহী সদস্যরা হলেন নাহার হাসান, মাইনুদ্দিন রায়হান, আফিয়া ইবনাত সায়মা, সন্তোষ দেবনাথ ও কবি সঞ্চয় কুমার দাশ।
Leave a Reply