চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ও পরিকল্পনায় শিল্পী দম্পতি শিক্ষক বিজয় শংকর চৌধুরী ও সঙ্গীতা চৌধুরীর কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন গতকাল রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে শিল্পী দম্পতি ৫টি করে কবিতা ও গান পরিবেশন করে। এক অনুভুতিতে শিল্পী দম্পতি করোনাকালীন সময়ে নিজেদের মানসিকভাবে সুস্হ রাখার জন্য এ সাহিত্য সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছি। আসুন আমরা পারিবারিক বন্ধনকে দৃঢ রাখি। সাথে সাথে পরিবারের সকল সদস্যকে সাহিত্য, সংস্কৃতি তথা সৃজনশীল চর্চায় নিয়োজিত করে নিজেদের জ্ঞানের চর্চার আরো শ্রীবৃদ্ধি করি।
Leave a Reply