চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মাওলানা মুহাম্মদ আলম’র সভাপতিত্বে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সুধী সম্মেলন আজ ২৪ আগস্ট (বুধবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আবু নোমান। প্রধান মেহমানের বক্তব্য রাখেন ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবিক পুলিশ শওকত হোসেন পিপিএম, হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারীসহ শীর্ষস্থানীয় আলেম ওলামা , রাজনীতিবিদ ও সমাজ সেবকগণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ক্বারী মোহাম্মদ শাহজাহান, মাওলানা কবির , হাফেজ মাসুদ, মুসাইদাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আবু হাসান, এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস ছবুর, মুহাম্মদ নুরচ্ছাফা, অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, হাফেজ মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া ও আপ্যায়ন পর্ব শেষে বিজয়ী হাফেজদের পুরস্কৃত করা হয়।
Leave a Reply