১৭ ই ডিসেম্বর, শনিবার-২০২২ ঐতিহ্যবাহী এস এস সি ১৯৯৪ সালের পরীক্ষার্থীদের একটি সংগঠন, চট্টগ্রাম-৯৪ এর আয়োজনে নগরীর চাঁন্দগাস্থ কোয়ালিটি ক্রিকেট একাডেমী মাঠে ৯৪ ব্যাচ এর বন্ধুদের অংশগ্রহণে ৪ টি টিম নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-৯৪ , ভেজাইল্লা ৯৪, ৯৪ ফ্রেন্ডস ফরইভার ও ব্যাচ ৯৪ বি ডি অংশগ্রহণ করে। টুর্নামেন্টে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন এ বি ট্রেডিং এর স্বত্তাধীকারী সৈয়দ নজরুল ইসলাম বিপ্লব। দিনব্যাপি ক্রিকেট ফ্যাসিভ্যালে ১০০০ এর মত ৯৪ সালে এস এস সি পাশ বন্ধুরা ও তাদের পরিবার উপস্থিত হয়ে খেলা উপভোগ করে। খেলায় চট্টগ্রাম-৯৪ দল চ্যাম্পিয়ান হয়, ২য় স্থান অর্জন করে ৯৪ ফ্রেন্ডস ফরইভার , ভেজাইল্যা ৯৪ ৩য় স্থান অর্জন করে এবং ফেয়ার প্লে হিসাবে ব্যাচ ৯৪ বি ডি পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন শেখ মোহাম্মদ রাশেদ, আহবায়ক ছিলেন মানতাসা নূর, সদস্য সচিব ছিলেন আকতার হোসেন অতুল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সবুজ ইনানি, ব্যবস্থাপনায় ছিলেন মুশফিকুর রহমান, মিনহাজ উদ্দিন, ইস্কান্দর হোসেন শিপলু, মিডিয়ায় ছিলেন সাংবাদিক আমিনুল হক রিপন। অনুষ্ঠানে আয়োজক কমিটির দায়িত্ব পালন করেন আনিস, আরিফ, মবিন হোসেন, শাহীন মাহাবুব, আল মামুন, সেলিম, সাহেদা নাজনীন, রুবা কনা, মোরশেদ, সাজ্জাদ, হাজী আরিফ, মুর্শিদ, আজাদ , মুর্শিদা সুমি, জাহাঙ্গির, পিকলু, আপন, সন্তুষ, আলাউদ্দিন, হারুন, আজিম, ফেরদৌস বাবু, মাজেদ। অনুষ্ঠানের প্রধান অতিথী ও বিশেষ অতিথী বৃন্দ খেলা উপভোগ করেন এবং এর ধারাবাহীকতা যেন অব্যাহত রাখে, কারণ সুস্থ্য থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। এই বয়সে চট্টগ্রাম -৯৪ যে খেলাধুলার চর্চা চালু রেখেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply