আব্দুল সাত্তার:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কেন্দ্রিয়ভাবে গতকাল থেকে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অধ্যাক মোহাম্মদ ইসমাইল। সে সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদূর্ভাব বেড়ে যায়। কারণ এডিস মশা জন্ম হয় বর্ষার স্বচ্ছ পানিতে। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যাতে স্বচ্ছ পানি জমে না থাকে। যেমন ডাবের খোঁসা, টায়ার, বালতি, ফুলের টবসহ যেসকল পাত্রে পানি জমে থাকে তা দ্রুত অপসারণ করা। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদেরও ঘর-বাড়ির আশপাশ ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন হতে হবে। তবেই আমারা ডেঙ্গুর হাত থেকে রেহাই পাবো। কাউন্সিলর এলাকাবাসীর সচেতনতার জন্য স্থানীয় জনসাধারণ ও স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নুরুজ্জামান সান্টু, মোঃ শাহনেওয়াজ, নোয়াব আলী মিয়া, মনোতোষ বড়ুয়া, মোঃ ফরিদ প্রমুখ ।
Leave a Reply