মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় সোমবার (১৪ নভেম্বর) বিকেলে স্ত্রীর পরকীয়ার জেরে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম শুক্কুর আলী সোহেল (৩৫)। তার স্বজনদের দাবি, তিনি স্ত্রী কর্তৃক খুন হন।
নিহত শুক্কুর আলী পেশায় ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী থানাধীন জলদি এলাকার বদি আলম চেয়ারম্যানের বাড়িতে। বিয়ের পর সে পরিবার নিয়ে তার শ্বশুর বাড়ির পাশ্ববর্তী নগরীর কালা মিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছোট ভাই মোহাম্মদ আব্বাস জানান, তার বড় ভাই শুক্কুর আলী বউ-বাচ্চা নিয়ে কালা মিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী-ই গলাটিপে তার ভাইকে হত্যা করেছে বলে জানান তিনি। তিনি জানান, শুক্কুরকে গলাটিপে হত্যা করা হতে পারে। নিহতের গলা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান আব্বাস।
নিহতের স্বজনরা জানান, স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। ফলে স্ত্রী কর্তৃক এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শুক্কুরের মেয়ে পুলিশকে স্ত্রী কর্তৃক হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য দেয় বলে জানান তারা।
এ রহস্যজনক হত্যাকাণ্ডের বিষয়ে সোমবার সন্ধ্যায় বাকলিয়া থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই মোহাম্মদ আব্বাস।
এবিষয়ে বাকলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘এটা মার্ডার, নাকি স্ট্রোকে মৃত্যু বিষয়টি আগে বের করতে হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আগামীকাল এবিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এখনো আইনি প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply