“বৃহৎ এক জনগোষ্ঠীকে উন্নয়ন বঞ্চিত রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়”
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য এগিয়ে যাওয়া আজ বিশ্ব স্বীকৃত কিন্তু বিপ্লবী চট্টগ্রামের সবচেয়ে শহর নিকটবর্তী উপজেলা বোয়ালখালী আজ নিগৃহীত, উন্নয়ন বঞ্চিত। শুধুমাত্র দ্বিতীয় কালুরঘাট রেল কাম সড়ক সেতু না হওয়া। শতবর্ষী- বয়সের ভারে নুয়ে পড়া পুরানো কালুরঘাট সেতু আজ বোয়ালখালী বাসীর দুঃখ। একসময় পুরো দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়া, আনোয়ারা, বাঁশখালি, চন্দনাইশ, লোহাগাড়া-সাতকানিয়া এমনকি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কক্সবাজার এর বৃহৎ জনগোষ্ঠী এই সেতুর উপর চলাচল করতো কিন্তু নতুন ব্রীজ তথা কর্ণফুলী সেতু হওয়ার পর শুধু বোয়ালখালী ব্যতীত পুরো দক্ষিণ চট্টগ্রামই আজ এগিয়ে গেছে অনেকাংশেই। অথচ দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বোয়ালখালীতেই রয়েছে বাংলাদেশের অন্যতম সুপ্রাচীন কলেজ, বিখ্যাত ব্যক্তি, দর্শনীয় তীর্থস্থান; যেমনঃ
কানুনগোপাড়া সরকারী স্যার আশুতোষ কলেজ, কবিয়াল সম্রাট রমেশ শীলের জন্মস্থান, উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ তীর্থস্থান মেধস মুনির আশ্রম, মহিয়সী নারী রমা চৌধুরীর জন্মস্থান। আরো অনেক কিছু যা বলে শেষ করা যাবে না।
সর্বশেষে মানবতার নেত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনা আপনার কাছে বোয়ালখালীবাসী তথা বীর প্রসবীনি, বার আউলিয়ার এই চট্টগ্রামের সর্ব জনতার দাবী ‘রেল কাম সড়ক সেতু’ নির্মাণ শুরু করে বোয়ালখালী বাসীর দুঃখকে আপনি চির লাঘব করবেন।
টিপু শীল জয়দেব
এডভোকেট ও সহঃ সরকারি আইন কর্মকর্তা (এ.পি.পি)
ও সাবেক সভাপতি, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ
Leave a Reply