বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। চলতি সাপ্তাহেও বাস- সিএনজির মুখোমুখিতে মর্মান্তিক মৃত্যু হয়। অনেকের অঙ্গহানি এবং পঙ্গুত্ব জীবন যাপন করছে। ছাত্রলীগ নেতা তানবীর সিকদার, আবু বকর, সাইমুন, ছোটন, আবদুর রহমান, শিহাব উদ্দিন এবং অগ্ররাজ সিকদার মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। এতে আমরা শোকাহত। এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে হাজারো কোমলমতি শিক্ষার্থী অধ্যায়ন করছে। তাছাড়া উক্ত সড়কে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাদের জীবন হুমকির মুখে। কাজেই বাঁশখালীতে লাগামহীন সড়ক দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়ক চাই দাবীতে স্বেচ্ছাসেবী, সামাজিক এবং জনকল্যাণমুলক সংগঠন একুশে ফাউন্ডেশন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল, সমাজসেবক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সহ-সভাপতি, মোঃ এরশাদুর রহমান চৌধুরী, জমির উদ্দিন সরকার প্রমুখ।
উল্লেখ্য, বাঁশখালীতে নিরাপদ সড়ক নিশ্চিত করণে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বরাবরও অনুলিপি প্রদান করা হয়েছে।