প্রেস বিজ্ঞপ্তিঃ
৩১ জানুয়ারী রোজ সোমবার, নগরীর বেসরকারী হাসপাতাল শেভরন এ হতদরিদ্রের পরিবারের সন্তান, মোহাম্মদ ইউসুফ এর ছেলে মোঃ ইয়াসিন হোসেন রাকিবের চোখের অপারেশনের সহযোগিতা করেন।
মানবতার ফেরিওয়ালা,সমাজসেবক কাজীর দিঘী যুব সমাজ পরিষদের সম্মানিত সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু ও যৌথ অর্থায়নের ছিলেন কাজির দিঘী যুবসমাজ পরিষদের অন্যান্য সদস্যরা।
চট্টগ্রাম নগরীর সাগরিকা রোড ,শহীদ নগর মুরগি ফার্ম এলাকার মোঃ ইউসুফ এর ছেলে মোঃ ইয়াসিন হোসেন রাকিব দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারছে না, তাই হতদরিদ্র ছেলেটির পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা নামক খ্যাত মোঃ নুরুল ইসলাম নুরু এবং উনার সংগঠন।
নুরুল ইসলাম নুরু আরো বলেন যতদিন বেঁচে থাকব মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিব এবং আমার সংগঠন সর্বদায় মানবতার কাজ করে যাচ্ছে,
এসময় আরো উপস্থিত ছিলেন।
কাজির দিঘী যুবসমাজ পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরু,সাধারণ সম্পাদক জয়নাল আবদীন (চিশতী), সহ-সভাপতি এরশাদুল আমিন (এরশাদ), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাকিল (রাব্বি), অর্থ সম্পাদক নূর হোসেন,রাকিবের মা ও বড় বোন এবং খালা প্রমুখ।
Leave a Reply