লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির ২০২১-২০২২ সেবা বর্ষের নতুন কমিটি গঠন ও মাসিক নিয়মিত বোর্ড মিটিং সংগঠনের প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম মাসুদ’র সঞ্চালনায় কাজী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জোন চেয়ারপার্সন লায়ন একেএম নবীউল হক সুমন।
নবগঠিত কমিটির সদস্য গন হলেন, আইপিপি লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর উদ্দিন, প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেন,ভাইস প্রেসিডেন্ট লায়ন আরিফুর রহমান রুবেল, লায়ন নবাব হোসেন মুন্না, লায়ন আব্দুল মান্নান, সেক্রেটারি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম মাসুদ,জয়েন্ট সেক্রেটারি লায়ন নুরুল আবছার চৌধুরী, লায়ন নিশি আক্তার, লায়ন ওসমান আবেদী, ট্রেজারার লায়ন ইমাজ উদ্দিন আহমেদ,জয়েন্ট ট্রেজারার লায়ন জাহেদুল করিম বাপ্পী, ক্লাব এডভাইজার লায়ন একেএম নবীউল হক সুমন।মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন রবীউল হোসেন, ক্লাব lcif কোর্ডিনেটর লায়ন দেলোয়ার হোসেন, ডাইরেক্টর লায়ন আবদুল্লাহ আল হারুন, লায়ন হারুনুর রশিদ দিদার, লায়ন নাজমুল হোসেন, লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, লায়ন ইমাম হোসেন বাবলু, লায়ন সেলিম জাবেদ ,লায়ন মানিক মিয়া।
Leave a Reply