পলাশ সেন, মহানগর প্রতিনিধি:
২৩শে জুন বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন,সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ,শফিকুল ইসলাম ফারুক।উপস্হিত ছিলেন সহ সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল,সিটি কর্রপোরেশনের সাবেক প্রসাশক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড ইফতেখার সাইমুল চৌধুরী, বাবু চন্দন ধর,শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,আব্দুল আহাদ সহ নেতৃবৃন্দ।বক্তরা বলেন দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের সিঁড়ি বেয়ে ৭৩ বছরে পদার্পণ করেছে দলটি। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। দীর্ঘ পথচলায় রক্তের অক্ষরে লেখা দলটির সংগ্রাম ও সাফল্যের ইতিহাস। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ অগণিত নেতাকর্মীর আত্মদানে সমৃদ্ধ আওয়ামী লীগ।
Leave a Reply