চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের (সিএইচআরসি)’র উদ্যোগে ১৯ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কস্তুরিকা রেস্তোরায় চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য তসলিম উদ্দিন রানার পিতা সমাজসেবী মরহুম নুরুল আলম সওদাগরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা সিএইচআরসি’র উপদেষ্টা পোস্টডক্টরাল ড. মোহাম্মদ সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার, লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ কুতুবী, প্রাবন্ধিক ডা. মীর হোসেন, সংগীত শিল্পী হানিফ চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হোসেন মধু, প্রবীন রাজনীতিবিদ,চকবাজার থানা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক রতন ভট্টাচার্য্য, প্রবীন রাজনীতিবদি ও সাংবাদিক অমর কান্তি দত্ত, এস.এম. ইমরান চৌধুরী, কবি দেলোয়ার হোসেন মানিক, মোহাম্মদ রনি, মাসুদ আলম, শাহেদ আলম, সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার নুর হোসেন, মোহাম্মদ হোসেন প্রমূখ।
ইফতার মাহফিলের পূর্বে মরহুম নুরুল আলম সওদাগরের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ (মু.জি.আ.)।
Leave a Reply