আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) মীনা দিবস । এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’।
কোমলমতি শিশুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলরের বাসভবনে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউন্সিলর আলহাজ্ব শহিদুল আলম। তিনি বলেন, “আনন্দময়ী পরিবেশে মানসম্মত শিক্ষা”এই প্রতিপাদ্য নিয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ী জনগোষ্ঠীর কোন শিশুই যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে এই দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের পুষ্টিহীনতায় সন্তানদের মাতাকে পুষ্টি বিতরণ ও শিশুদের বিস্কুট বিতরণের মাধ্যমে শিশুদেরকে স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে উৎসাহিত করা হয়|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোঃ মুসা,চকবাজার থানা আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সি ইউনিট সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম ভূঁইয়া,মোহাম্মদ মহসীন,রসুলবাগ আবাসিক সমাজ কমিটির সভাপতি মোঃ ইয়াকুব,মোঃ কামাল উদ্দিন,মোহাম্মদ ইয়াসিন টিপু,ওমাদি,রাজিয়া সুলতানা প্রমুখ।
Leave a Reply