মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১১নং দক্ষিণ কাট্টিল ওয়ার্ডের কাজীরদীঘি এলাকার হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের উঠানে আয়োজিত এ সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাজীরদীঘি সাংগঠনিক ওয়ার্ড সভাপতি নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ইসহাক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন,“চট্টগ্রাম-১০ আসনের জনগণ অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ন্যায় ও সত্যের পথে দাঁড়ালে জনগণই শক্তির উৎস হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এই নির্বাচনে জনগণ অন্যায়ের শৃঙ্খল ছিঁড়ে মুক্তি চাইছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক।
তাঁরা বলেন, অধ্যক্ষ হেলালী একজন নির্লোভ, শিক্ষিত ও জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এডভোকেট শেখ জুবায়ের মাহমুদ, আবুল হাসেম চৌধুরী, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ নুরনবী, এমদাদুল হক, মোঃ নওশাদ ও মোঃ তুষার।
এসময় উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, নজরুল ইসলাম, আবু শাহাদাত শাহীন, মোঃ রুবেলসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে অধ্যক্ষ হেলালীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।