প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবু তৈয়ব, প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী
অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘পটিয়া সচেতন নাগরিক ফোরাম’ আত্মপ্রকাশ
চট্টগ্রামের পটিয়ায় নাগরিক অধিকার ও হালচাল নিয়ে “নাগরিক আলাপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে, “আমরা পটিয়ার মানুষের অধিকারের কথা বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘পটিয়া সচেতন নাগরিক ফোরাম’ আত্মপ্রকাশ করে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় থানার মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় পটিয়ার বিভিন্ন পর্যায়ের সচেতন ও সম্মানিত ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়বকে প্রধান উপদেষ্টা, সংগঠনের মূল উদ্যোক্তা কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীকে প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট জসীম উদ্দিনকে আহ্বায়ক এবং পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া যুব সংগঠক মনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ারকে যুব ফোরামের প্রধান ও পটিয়া বিজনেস প্লাটফর্মের কর্ণধার নাফিজ করিম চৌধুরীকে ছাত্র ফোরামের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন, পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুনীল কান্তি বিশ্বাস, শিক্ষাবিদ মাহমুদুর রহমান এবং সাংবাদিক এস এম এ কে জাহাঙ্গীর।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সংগঠক মোঃ কামরুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী।
সদস্য পদে রয়েছেন এপেক্স ক্লাব ডিস্ট্রিক্ট সেক্রেটারী আরিফ খান, ব্যাংকার নাজমুল হাসান রানা, সংগঠক মোঃ আলমগীর আলম এবং নারী নেত্রী সুলতানা রাজিয়া, পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির নেতা আবদুর রহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটিয়া প্লেস ক্লাবের আহ্বায়ক মোঃ নুর হোসেন, সাংবাদিক সফিউল আজম, জয়নাল আবেদীন, কাজী সমাজের পক্ষ থেকে কাজী বদিউর রহমান, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (বিইডিসি) যুগ্ন আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক হোসাইন আহমেদ চৌধুরী মুরাদ, পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তৌকির, পটিয়া চাকরিচ্যুত ব্যাংকারস ফোরামের পক্ষ থেকে সৈয়দ হক, চট্টগ্রাম নাগরিক ঐক্য মঞ্চের মিসবাহ উদ্দিন, ছাত্র নেতা তারেক হোসেনসহ আরো অনেকে।
বক্তারা পটিয়ার নানাবিধ সমস্যা তুলে ধরে বলেন— সুন্দর ও সমৃদ্ধ একটি পটিয়া গড়ার জন্য সর্বস্তরের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও বলেন, “এ ফোরামের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও নাগরিক অধিকার বিষয়ক দাবি সবার সামনে পৌঁছে দেওয়া যাবে।”
বক্তারা মত প্রকাশ করেন, “দল-মত নির্বিশেষে নাগরিকদের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে একটি সমৃদ্ধ ও সচেতন পটিয়া গড়ে তুলতে।”