বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন।
বাঘাইছড়ি উপজেলার জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) এর যুগ্ম সম্পাদক ওসমান গনি অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে গেলেন বাঘাইছড়ি উপজেলার পৌর বিএনপি শাখার সাধারণ সম্পাদক জনাব রহমতউল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ নাহিদ।
তাঁরা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায়, মুসলিম ব্লক ওসমান গনির বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। তারা উভয়েই ওসমান গনির দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা। সবাই মিলে ওসমান গনির জন্য দোয়া করেন এবং মানসিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
জনাব রহমতউল্লাহ খাজা বলেন, “ওসমান গনি একজন একনিষ্ঠ সংগঠক। তার অসুস্থতায় আমরা খুবই উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
মোঃ নাহিদ বলেন, “একজন সাংগঠনিক কর্মী অসুস্থ হলে পুরো পরিবারই কষ্ট পায়। আমরা তার পাশে আছি, পাশে থাকব।”
এই মানবিক উদ্যোগটি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিক ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে