মো. আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
জাতীয় মানের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদীর ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে নির্বাহী সম্পাদক শিহাব মালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় সংস্থার আজীবন সদস্যরা এ শুভেচ্ছা প্রদান করেন।
শুভেচ্ছা গ্রহণকালে নির্বাহী সম্পাদক শিহাব মালেক বলেন, মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রতিষ্ঠিত দৈনিক আজাদীর প্রতি চট্টগ্রামবাসীর অফুরন্ত প্রাণের ভালোবাসা আজাদী পরিবারকে বিমুগ্ধ করেছে। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজাদী সর্বদা নিয়োজিত থাকবে- নির্বাহী সম্পাদক হিসেবে আমি সে অঙ্গীকার করছি। জনস্বার্থে আজাদী পাহাড়সম অবিচল, আপোষহীন ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।”
তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থার সার্বিক সাফল্য কামনা করেন এবং মরহুম সাংবাদিক সৈয়দ এস এম জাহিদের অসমাপ্ত স্বপ্ন- ১০০ শয্যার লায়ন এম এ মালেক ডায়ালেসিস সেন্টার চালু—বাস্তবায়নে আজাদী পরিবার সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস দেন।
সংস্থার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, দৈনিক আজাদী দেশের প্রতিটি আন্দোলন ও দেশগঠনে অনন্য ভূমিকা রেখে এসেছে। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজাদী চিরকাল আপোষহীন ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে। বিশেষ করে দরিদ্র কিডনি রোগীদের কল্যাণে সংস্থার কর্মকাণ্ডে আজাদী পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ বলেন, আজাদী চট্টগ্রামের হৃদপিণ্ড, চট্টগ্রামের অধিকার আদায়ের মুখ্য মাধ্যম।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংস্থার সদস্য মোহাম্মদ হোসাইন, মো. আরিফ, মোহাম্মদ ওবায়দুল হক মনি, মো. আলমগীর, আহসান হাবিব বাবু, এড. নুরুল আনোয়ার চৌধুরী, মো. জহির হোসেন, মো. নিজাম ভুঁইয়া, সফিকুল ইসলাম সেলিম, সাইয়েদ হামিমুল মিল্লাত, মো. আরিফুর রহমান, মো. ফাহিম ফয়সাল ও মো. আবদুল আলী প্রমুখ্য।