"শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত" এই প্রতিপাদ্য বিষয়কে মনে ধারণ করে সুকন্ঠ সঙ্গীত বিদ্যাপীঠের এক ঝাঁক নবীণ প্রবীণ শিল্পীদের সমণ্বয়ে গঠিত সুকণ্ঠ সঙ্গীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ আত্মপ্রকাশ উপলক্ষে আজ ২৩ জুলাই বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে শুভ উদ্বোধন করবেন কণ্ঠশিল্পী, সুরকার, বাংলাদেশ বেতার ও টিভি'র সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত প্রযোজক পাপিয়া আহমেদ ও বাংলাদেশ বেতার ও টিভি'র গীতিকবি অধ্যাপক পঙ্কজ দেব অপু, সঞ্চালনায় প্রবীর পাল। সমবেত, একক, দ্বৈত, ত্রয়ী সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যার্থী পরিষদের সদস্য শিল্পীবৃন্দ। সঙ্গীত অনুরাগীদের উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন রাতুল বৈদ্য।