
অদ্য ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম-পরিদর্শন করেন “আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে একটি পরিদর্শন টিম। এটি পরিদর্শন ও মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।
পরিদর্শন টিম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় আগমন করলে মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ সাইফুল আলম পরিদর্শন টিমকে উষ্ণ স্বাগত জানান।
পরিদর্শনকালে বোর্ড টিমের সদস্যরা মহিলা মাদরাসার সায়েন্স ল্যাব, আইসিটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও শিক্ষক মিলনায়তন পরিদর্শন করেন।
পরিদর্শন টিম-শিক্ষার মানোন্নয়নে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড অঙ্গীকারবদ্ধ” উল্লেখ করে- শিক্ষকদের সাথে মতবিনিময়, পাঠ পরিকল্পনা, একাডেমিক মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন—বোর্ডের প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন (সচিব), প্রফেসর মুহাম্মদ গোফরান (যুগ্ম সচিব ও ফোকাল পার্সন), প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান (সদস্য ও জামেয়ার চেয়ারম্যান), অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী (সদস্য) এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
Leave a Reply