নিজস্ব প্রতিবেদকঃ
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি কেন্দ্র ঝুঁকি ঘোষণার দাবি জানিয়েছেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আমিন শরীফ ও চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন। আজ ১ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছে তাঁরা লিখিতভাবে এ দাবি জানান।
লিখিতপত্রে তারা জানিয়েছেন, আসন ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অপর একজন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জানে আলম অবৈধভাবে ২,৩,৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে। জানে আলমের সমর্থকরা ভোরদের ওই কেন্দ্রে না যেতে বলছেন। এছাড়া জোরপূর্বক কেন্দ্র ৪টি দখল করবেন বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী জানে আলমের হুমকিতে এলাকার সাধারণ ভোটাররা শঙ্কিত ও ভীতির মধ্যে রয়েছেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। ইউএনও’র কাছে পত্রে প্রার্থী আমিন শরীফ ও ফরিদ উদ্দিন নির্বাচনের আগে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও প্রতিকেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্্েরট নিয়োজিত রাখার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার খালেদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।