1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু-চিকুনগুনিয়া পরীক্ষায় হয়রানি রোধে কঠোর নির্দেশনা, RT-PCR ফি সর্বোচ্চ ৪৫০০ টাকা নির্ধারণ আনোয়ারায় চোর সন্দেহে মাথায় ধারালো অস্ত্রের কোপ, কাটা হলো পায়ের রগ, গ্রেপ্তার দুই ভাই বাঘাইছড়িতে মুসলিম ব্লক মুন্সি পাড়ার মসজিদে মাইক উপহার দিলেন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজু জাহিদ আনসারী কে আহবায়ক ও রাকিবুল হাসন টিটুকে কে সদস্য সচিব করে ইপিজেড থানা তাঁতীদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা চট্টগ্রামের জলাবদ্ধতা মোকাবেলায় মাঠে মেয়র: “সমন্বিত উদ্যোগ ও সচেতনতাই হবে স্থায়ী সমাধানের পথ” শিক্ষায় কৃতিত্ব, বোয়ালখালীর ৩৩ শিক্ষার্থী পেল সম্মাননা চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মহিউদ্দিন হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ একজন গ্রেপ্তার মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের মৃত্যুকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের শোক প্রকাশ চট্টগ্রামের আলেম ওলামাদের একজন অভিভাবক এর বিদায়ঃ মোস্তানছিরুল হক চৌধুরী স্মরণে দুই মহান সাহিত্যিক কবি আহমদ ছফা ও কবি মহাশ্বেতা দেবী – সোহেল মো. ফখরুদ-দীন

আনোয়ারায় চোর সন্দেহে মাথায় ধারালো অস্ত্রের কোপ, কাটা হলো পায়ের রগ, গ্রেপ্তার দুই ভাই

  • সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৭ পঠিত

এম আনিসুর রহমানঃ

আনোয়ারায় চোর সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামে এক অটোরিকশা চালককে মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) ভোররাত তিনটার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দিঘীর পাড় এলাকায় এঘটনা ঘটে। আহত আব্দুল মান্নান একই এলাকার আবু সমার ছেলে। এ ঘটনায় আহতের ভাই নাজিম উদ্দীন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ করে ১৫ থেকে ২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ মো. মনছুর (৩৫) ও তার ভাই মিনহাজ (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, চোর সন্দেহে তাকে মারধরের ঘটনায় আহত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় তার মাথার আঘাত ও পায়ের রগ কেটে গেছে বলে আমরা দেখি।
পুলিশ সূত্র জানায়, বরুমচড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মনছুর আলম ও তার স্বজনরা অটোরিকশা চালক নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নানকে ব্যাটারি চুরি করছে বলে সন্দেহ করে বাড়ি থেকে নিয়ে গিয়ে মারধর করে। একপর্যায়ে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রে মাথায় কোপ এবং পায়ের রগ কেটে দেয়। পরে খবর পেয়ে আহতের ভাই নাজিম তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতের ভাই মামলার বাদী মো. নাজিম উদ্দীন বলেন, দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানান রোগীর ডান পায়ের রগ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তিনি আরও বলেন, ঘর থেকে ডেকে নিয়ে তাকে মারধর করে তারা। সকালে গুরুতর আহত অবস্থায় পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আমরা।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, মাথা ও পায়ের রগ কাটা অবস্থায় এক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় মামলার পরই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট