মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মন্দিরে আবারও চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের তালা ভেঙে চোরেরা পূজার ঘট, স্বর্ণালংকার, সিসিটিভি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা
প্রায় দুই বছর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। একাধিকবার ধর্মীয় স্থাপনায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চোরচক্র মন্দিরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সকালবেলা পূজা দিতে গিয়ে স্থানীয় নারীরা প্রথম চুরির বিষয়টি লক্ষ্য করেন।
স্থানীয় বাসিন্দা নন্দন ঘোষ বলেন, ‘সকালে জোনা বৈদ্যের বাড়ির মহিলারা পূজা দিতে গিয়ে মন্দিরের তালা ভাঙা দেখতে পান। ভিতরে ঢুকে দেখেন পূজার ঘট, অলংকার ও সিসিটিভি ক্যামেরা সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এর আগেও একই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় প্রতিষ্ঠানে হাত দিতে সাহস না করে।’
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ‘মন্দির চুরির বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।