মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম) আনোয়ারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নেমেছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক, চট্টগ্রামের নির্দেশনায় ভোট গ্রহণের পূর্বপ্রস্তুতি হিসেবে এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত আচরণবিধি কার্যকর রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় তাঁরা ম্যাজিস্ট্রেটিয়াল দায়িত্ব পালন করবেন।
নিযুক্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন— দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনোয়ারা; এবং মো. মঈনুল হাসান, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
এ সময় তাঁরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ প্রচারণা, পোস্টার-ব্যানার স্থাপন, সভা-সমাবেশে বিধিবহির্ভূত কার্যক্রমসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।