মোঃ আলবিন (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধ এবং বিকল্প নদীপথ ব্যবহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মহতর পাড়া এলাকার একমাত্র ও প্রধান নিরাপত্তা ব্যবস্থা হলো এই বেড়িবাঁধ। জোয়ারের পানি, নদীভাঙন ও আকস্মিক প্লাবন থেকে এলাকাবাসীর ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, ফসলি জমি ও জানমাল দীর্ঘদিন ধরে এই বেড়িবাঁধ সুরক্ষা দিয়ে আসছে। অতীতে বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল। এখন এই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে পুরো এলাকা আবারও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।
এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ বাকখাইন–কেয়াগড় এলাকায় নির্মাণাধীন স্লুইস গেটের মালামাল পরিবহনের জন্য নিরাপদ ও কার্যকর নদীপথ থাকা সত্ত্বেও গত দুই থেকে তিন মাস ধরে বড় ও ভারী ট্রাক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ওপর দিয়ে চলাচল করছে। এতে বেড়িবাঁধের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। বক্তারা জানান, নদীপথ ব্যবহার করা হলে একদিকে বেড়িবাঁধ সুরক্ষিত থাকবে, অন্যদিকে পেসকার হাট থেকে বড় উঠান পর্যন্ত প্রধান সড়কও ভারী যান চলাচলের ক্ষতি থেকে রক্ষা পাবে।
বক্তারা আরও বলেন, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী নন এবং উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। তবে নিরাপদ বিকল্প জলপথ থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ব্যবহার করে ভারী ট্রাক চলাচল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নদীপথ ব্যবহারই এলাকাবাসী ও উন্নয়ন প্রকল্প উভয়ের জন্য সবচেয়ে নিরাপদ ও টেকসই সমাধান।
মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে সব ধরনের ভারী যান চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে এবং স্লুইস গেটের মালামাল পরিবহনে বাধ্যতামূলকভাবে বিকল্প ও নিরাপদ নদীপথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা বেড়িবাঁধ রক্ষা ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।