মোঃ আবদুল আলী
চট্টগ্রাম প্রতিনিধি :
কাঞ্চনা আনোয়ার উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি বাক্স খুলে দেখা হয়, সেখানে কিছু লিখিত মতামত পাওয়া গেছে। কারো লেখা ছিল “একজনকে সভাপতি করা হোক”, আবার কারো মত ছিল “নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হোন; যেন তা ফ্যাসিবাদী পন্থায় না হয়”।
এই প্রেক্ষাপটে, মাদ্রাসা অফিস হতে সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। এখন পর্যন্ত নিম্নোক্ত ব্যক্তিবর্গ ফরম সংগ্রহ করেছেন, মাওলানা মোঃ তাহের আমির, জামাআত-এ-ইসলামী, কাঞ্চনা এবতেদায়ী প্রধান, সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদরাসা। মাওলানা মোরশেদ বায়তুলমাল সম্পাদক, কাঞ্চনা। মাওলানা মোজাফফর আহমদ অত্র মাদ্রাসার সাবেক অধ্যাপক, মজলুম জননেতা, সাবেক কাঞ্চনা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান।সরওয়ার কামাল শিক্ষানুরাগী , সমাজ সেবক, সাবেক সহকারী শিক্ষক বাংলাদেশ দূতাবাস স্কুল সৌদি আরব ও সভাপতি আল হারামাইন আইডিয়াল মাদরাসা, কাঞ্চনা।
আমরা আশা করি,আগামী ২৯ মে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিগণ সুস্পষ্ট মূল্যায়ন ও বিচক্ষণতার মাধ্যমে একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে সভাপতি হিসেবে নির্বাচিত করবেন যিনি প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, অগ্রগতি ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
Leave a Reply