আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাউথ এশিয়া ভিশনারী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, আজকের নারীরা বুঝিয়ে দিয়েছে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন নয়, বরং বারংবার পড়ে গিয়েও সাহস করে উঠে দাঁড়ানোর নামই জীবন। নারীরা শুধু একটি পরিবার বা সমাজের নয়, বরং সমগ্র জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি।
তাদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
সম্প্রতি নারী ও শিশু ধর্ষণ, বাল্য বিবাহ এবং নারীর প্রতি বৈষম্যের মতো ঘটনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন সাউথ এশিয়া ভিশনারী ইয়ুথ ফাউন্ডেশন সবসময় নারীর যথাযথ অধিকার রক্ষার জন্য কাজ করে যাবে।
বিশ্বে প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সংগ্রাম, অর্জন এবং লিঙ্গ সমতার অধিকারকে উদযাপন করার জন্য বিশ্বজুড়ে ১৯১১ সাল থেকে পালিত হয় নারী দিবস।
Leave a Reply