"আন্তর্জাতিক নারী দিবস"
-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আদম হাওয়া যুগলবন্ধী ছিল জান্নাত মাঝে
দুনিয়াতে আগমন তাদের মানব সৃষ্টির কাজে।
নারীই বান্ধবী নারীই স্ত্রী নারীই প্রিয় বোন
জন্মদাত্রী নারীই মাতা সবার আপনজন।
অর্ধাঙ্গীনি নারী জাতি পুরুষ তাদের সাথী
সংসার ধর্ম সৃষ্টি করে জালায় ঘরে বাতি।
নারী বিহনে পুরুষজাতি শূণ্য ফলের গাছ
ফুল ফুটাতে নারী জাতির পুরুষ মাথার তাজ।
নারীজাতি কাগজে মোড়ানো তাজা গোলাপফুল
সম্মান সম্ভ্রম বজায় রাখায় পুরুষ তাদের মূল।
সুন্দর সমাজ গঠনে নারীরা রাখলে অবদান
তবেই বাড়িবে পুরুষ সমাজে নারীদের সম্মান।