মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
৭ সেপ্টেম্বর ২০২৫ ইং স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর সভ কক্ষে " ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫ উদযাপন র্যালী ও আলোচনা সভা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশপ্তক এর প্রধান নির্বাহী জনাব লিটন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্ক সংস্থার নির্বাহী পরিচালক জনাব মো: নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জোবায়ের ফারুক লিটন। কৃষিবিদ রফিকুল ইসলাম, জনাব মাজেদুল হক, অগ্রদূত দাশগুপ্ত, সাংবাদিক মো: মোসলেহউদ্দিন বাহার।
সভায় বক্তারা বলেন, বায়ুর গুণমান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য ৭সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নীল আকাশের জন্য আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবসকে মনোনীত করা হয়েছে। বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষ প্রধানত কালো ধোঁয়া, সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত বাতাসে শ্বাস গ্রহণ করছে; আর এক্ষেত্রে স্বল্প ও মাঝারি আয়ের দেশের মানুষ এধরনের দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ফলশ্রুতিতে, প্রতি বছর সাত মিলিয়ন মানুষ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়নের সাথে নিবিড়ভাবে জড়িত। আমাদের দেশেও বর্তমান সময়ে বায়ু দুষণ জনজীবনের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের ভাবতে হবে এখনই।
স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, পার্ক, আইএসডিই, বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংঘ, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, সংশপ্তক, এ্যাকশন এইড আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও পরিবেশ বিষয় নিজে সচেতন হয়ে অন্যকে সচেতনতার উপর গুরুত্ব দিয়ে সভাপতি উক্ত মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।