আজ ২৫ জানুয়ারি। ১৯৯৬ ঈসায়ীর এ দিনে ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, আওলাদে রাসূল সা. সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী ( মা. জি. আ.)। তিনি পরদিন পবিত্র জুমার নামাজের খুতবা পাঠ ও ইমামতি করে নামাজ আদায় করেন।
তিনি আওলাদে রাসূল সা. সৈয়দ আবদুল আহাদ আল মাদানী রাহ. এর স্থলাভিষিক্ত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ন্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁকে এ মসজিদের খতিব হিসেবে নিয়োগ দান করেন।
তিনি হযরত রাসূলে করিম সাঃ এর একত্রিশ তম আওলাদ। তাঁর মহান পিতা আওলাদে রাসূল সা. হযরত সৈয়দ তাহের জাবেরী আল মাদানী রাহ. দীর্ঘদিন থেকে বাংলাদেশের লক্ষীপুরের রায়পুর থানার হায়দারগন্জে বসবাস করে আসছিলেন।
তিনি ১৯৬৭ দাখিল, ১৯৬৯ আলিম, ১৯৭১ ফাজিল ও ১৯৭৩ ঈসায়ীতে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণিতে কামিল পাশ করেন। এরপর তিনি সৌদি আরবের রিয়াদে ইমাম মোহাম্মদ সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে লেসন্স বা গ্রেজুয়াশান ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ সৌদি দূতাবাসের অধীন মুবাল্লিগ হিসেবেও দায়িত্ব পালন করেন এবং হায়দারগণ্জে তাহেরিয়া সিনিয়র মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি।
চট্টগ্রাম শাহী জামে মসজিদের দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষা করে সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীকে খতিব হিসেবে দায়িত্ব প্রদান করায় সম্মিলিত মুসল্লী পরিষদ ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এক বিবৃতিতে মুসল্লী পরিষদ বলেন, আওলাদে রাসূল সা. কে যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁকে সার্বিক সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
২০১৫ ঈসায়ীতে আল্লামা মাদানি ( মা. জি. আ.) কে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক " ইসলামি শিক্ষার প্রচার-প্রসার এবং দ্বীনি খেদমতে অনন্য অবদানের " স্বীকৃতি স্বরুপ গুণীজন সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান করেন।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বায়তুশ শরফ গতানুগতিক সাধারণ পীরের দরবার নয়, গতানুগতিক পীরের সংখ্যা বাংলার জমিনে কম নয়, কিন্তু হক্কানী পীরের খুব অভাব, হাতেগোনা কয়েকজনকে পাওয়া যায় বাংলার জমিনে। বায়তুশ শরফের মরহুম পীর ছাহেব আল্লামা শাহ আবদুল জব্বার রাহ. কুরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক ছিলেন, রাসুলের সাঃ খাঁটি প্রেমিক ছিলেন উনি। আজ ( বর্তমানে ৩০বছর) পর্যন্ত তিনি এখানে কর্মরত আছেন।
মহান আল্লাহ সম্মানিত মাদানি সাহেব হুজুর কে শারীরিক সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। আমীন।