এম সোলাইমান কাসেমী :: চবি আরবি বিভাগের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ১৭ ডিসেম্বর সকাল ১০.০০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন, কলা মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল শাহীন খান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরও বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত এবং পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম।
সভাপতিত্বে বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। জাতিসংঘের দাপ্তরিক ভাষা। বিশ্বে এ ভাষার গুরুত্ব ব্যাপক। ধর্মীয়, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা শ্রমবাজার সকল ক্ষেত্রেই এই ভাষা পুরো পৃথিবীতে বিশেষ জায়গা দখল করে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়েও আরবি ভাষা শিখানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়াতুর নূর আল ইসলামিয়ার পরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামজা, জামিয়া দারুল মারিফের পরিচালক আল্লামা মুহাম্মদ ফোরকান উল্লাহ খলীল, চাকসুর ভিফি ইবরাহিম হোসেন রনি, সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন উর রশীদ, হাটহাজারী মাদ্রাসার আরবি বিভাগের প্রধান আল্লামা আনোয়ার শাহ আল আজহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মঈন উদ্দিন আজহারী, নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল হালিম রিজভী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবু ছালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ। অনুষ্ঠানে আরবি কবিতা পাঠ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ ও প্রফেসর ড. মুহাম্মদ সোলাইমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গেস্ট অব অনার প্রফেসর ড. ইয়াহিয়াহ আখতার বলেন, সারা বিশ্বে আরবি ভাষাকে গুরুত্ব দেয়া হচ্ছে, তাই আমাদের ও উচিত আরবি ভাষা গুরুত্ব দেয়া। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর(একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, জ্ঞান অন্বেষণের জন্য আরবি অবশ্যই শিখতে হবে। আরবি ভাষা যদি আমরা জানি তাহলে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, আরবি ভাষা মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম ভাষা। আরবি ভাষার মাধ্যমে আমরা ধন্য। চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের বলেন, প্রতি বছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আরবি ভাষা দিবস পালিত হয়। এছাড়াও বিশ্বের ২২ টি দেশে আরবি ভাষা প্রচলিত আছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। অনুষ্ঠানে আরবি বিভাগের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী’সহ' আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আরবি বিভাগের সার্বিক উন্নয়ন কামনা করে দু’আ ও মুনাজাত করা হয়।