চট্টগ্রাম (প্রতিনিধি):
চট্টগ্রামের প্রাণের ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চাটগাঁ টিভি (chatgaa.tv)। ‘আরা চাটগাঁইয়া হতা হই’—এই আত্মবিশ্বাসী ও আবেগঘন স্লোগানকে ধারণ করে এটি একটি অনন্য অনলাইন টিভি প্ল্যাটফর্ম, যার লক্ষ্য শুধুমাত্র বিনোদন নয়, বরং চট্টগ্রামের ভাষা, ঐতিহ্য, জীবনযাত্রা ও সমাজকে সম্মান ও মর্যাদার সাথে তুলে ধরা।
শুক্রবার, ২৫ জুলাই—চট্টগ্রাম নগরীর ৮ নম্বর আন্দরকিল্লায় চাটগাঁ টিভির নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ আয়োজনে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে এলাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা, আর অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন টিভির স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সাংবাদিক রতন বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী লায়ন দেলোয়ার হোসেন, চাটগাঁ টিভির ব্যবস্থাপনা পরিচালক, যিনি তাঁর বক্তব্যে বলেন, “ চাটগাঁ টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার এক বলিষ্ঠ পদক্ষেপ। আমরা কনটেন্টের মাধ্যমে বিশ্বকে জানাতে চাই—চট্টগ্রামও পারে!”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন, চাটগাঁ টিভির পরিচালক ও সিও সাহেদুর রহমান মোরশেদ, চাটগাঁ টিভির পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন।
এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার ফোরাম এর সমাজকল্যাণ সম্পাদক, আবদুর রউফ ভুট্টো, আইটি বিশেষজ্ঞ নুরুল ইসলাম টিটু।
তাঁরা সবাই চাটগাঁ টিভির উদ্যোগকে সময়োপযোগী, সাহসী ও সমাজ-সংলগ্ন বলে উল্লেখ করেন।
চাটগাঁ টিভির চেয়ারম্যান আকতার উদ্দিন রানা তার বক্তব্যে বলেন, চাটগাঁ টিভি কোনো প্রতিযোগিতার জন্য নয়, বরং নিজস্ব ভাষা ও সংস্কৃতির গল্প বলার জন্য এসেছে। আঞ্চলিক ভাষায় মানবিক, শিক্ষনীয় ও আধুনিক মানসম্পন্ন কনটেন্ট তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মের সূচনা। চাটগাঁ টিভি শুধু একটি চ্যানেল নয়—এটি এক ভালোবাসার নাম, এক প্রতিশ্রুতির যাত্রা। এই যাত্রা চট্টগ্রামবাসীকে নিজের ভাষা ও শেকড়ের সাথে নতুনভাবে যুক্ত করবে—গর্বের সাথে, ভালোবাসার সাথে।
চাটগাঁ টিভি ভাইস চেয়ারম্যান জি.এম মাহাবুব হোসেন তার বক্তব্যে বলেন,, চাটগাঁ টিভি স্থানীয় ঘটনা, ইতিহাস, সংস্কৃতি ছাড়াও দেশ-বিদেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র, প্রতিবেদন ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান প্রচার করবে, যা জ্ঞান ও বিনোদনের অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করবে।
চাটগাঁ টিভির পরিচালক ও সিও সাহেদুর রহমান মোরশেদ তার বক্তব্যে বলেন, “চাটগাঁর কথা চাটগাঁইয়া ভাষায়—চাটগাঁ টিভিতেই!” আমাদের অঙ্গীকার হলো চট্টগ্রামের প্রতিটি মানুষের গল্প বলা, প্রতিটি অঞ্চলের সংস্কৃতিকে নতুন আলোয় তুলে ধরা। এমন ভিডিও কনটেন্ট তৈরি করা যা প্রেরণা, তথ্য ও মানবিকতা বহন করবে। আমাদের প্রত্যাশা, খুব দ্রুতই চাটগাঁ টিভি হয়ে উঠবে অনলাইন মিডিয়া জগতে প্রথম সারির আঞ্চলিক চ্যানেল—যার কণ্ঠ হবে স্থানীয়, দৃষ্টি হবে আন্তর্জাতিক।
চাটগাঁ টিভির অন্যতম বৈশিষ্ট্য হলো— সুসংগঠিত মাঠপর্যায়ের প্রতিনিধি দল। এই টিম চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা পর্যায় থেকে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং মানুষের গল্প তুলে ধরতে নিবেদিত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন, আবুল কালাম আজাদ (কক্সবাজার), রশিদ আহমদ (বান্দরবান), জামাল হোসাইন (ষ্টাফ রিপোর্টার), মিলন বৈদ্য শুভ, ( ষ্টাফ রিপোর্টার), অঞ্জন লাল মহাজন ( ষ্টাফ রিপোর্টার), আবদুল সালাম কাকলী (মহেশখালী), আব্বাস উদ্দিন ইকবাল (সাতকানিয়া), মোহাম্মদ আনোয়ার (লোহাগাড়া), আতিকুর রহমান রিয়াজ (সীতাকুণ্ড), সানজিদা সারমিন (চট্টগ্রাম মহানগর), মোহাম্মদ ইউনুস (চট্টগ্রাম মহানগর), তারেকুল ইসলাম (হাটহাজারী-১), বেলাল উদ্দিন (চকরিয়া), আবদুস সাত্তার (টেকনাফ), মো. আবুল হাসনাত (মিরসরাই), কামরুন নিছা তানিয়া (উখিয়া), জামাল হোসাইন, সঞ্জয় বড়ুয়া (রাউজান), গাজী মো. আবু হানিফ (হাটহাজারী-২)।
অনুষ্ঠানের সূচনালগ্নে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং চাটগাঁ টিভির উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা মোহাম্মদ সেলিম উদ্দীন।