চট্টগ্রাম, ১২ ডিসেম্বর ২০২৫ —
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আমজনতার দল থেকে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পেপার সংগ্রহ করেছেন পথশিশু অধিকার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোঃ আলাউদ্দিন আরাফাত।
নমিনেশন সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি যাত্রার সূচনা করেছেন।
নমিনেশন গ্রহণের পর তিনি সাংবাদিকদের জানান,
"আমি দীর্ঘদিন ধরে পথশিশুদের অধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছি। এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও প্রত্যাশাই আমাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। জনসেবাই আমার রাজনীতি।"
স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তার মনোনয়ন সংগ্রহকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সাধারণ মানুষের মধ্যেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করছে আমজনতার দল। আগামী দিনগুলোতে দলীয় কার্যক্রম, গণসংযোগ ও নির্বাচনি প্রস্তুতি আরও জোরদার করবেন তিনি।
এলাকার মানুষের দাবি— সামাজিক উন্নয়ন, শিক্ষা এবং পথশিশু সুরক্ষায় দীর্ঘদিনের ভূমিকা তাকে রাজনীতির মূলধারায় আরও শক্ত অবস্থান এনে দেবে।