নিজস্ব প্রতিবেদকঃ
প্রতি বছরের ন্যায় ইংল্যান্ডের সিটিংবর্ন এলাকার টানস্টল ভিলেজ হলে গত ৩ মে ২০২৫ ইং অনুষ্ঠিত হলো 'কৃষ্ণচূড়া' আয়োজিত ' নববর্ষে বন্ধুসভা'র মহা মিলনমেলা।
কৃষ্ণাচূড়া একটি সামাজিক সংগঠন যা অসম্ভব আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা শক্তির নাম। বৈজ্ঞানিক দম্পতি ডঃ মাসীহ আলম প্রসূন এবং ডঃ রওশন চৌধুরী জলি'র অদম্য আগ্রহ ভালোবাসা মেধা প্রেম আর সৃজনশীলতায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসের প্রতি প্রেম ভালোবাসার একটি নির্দশন হিসাবে বিলেতে মাটিতে শুরু হয়
২০১৫ সালে জন্ম হয় কৃষ্ণচূড়া'র।
বাংলা ভাষা, বাংলা সাহিত্য সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এবং পরিচর্যার জন্য অবিরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই 'কৃষ্ণচূড়া' সংগঠন।
২৪/৭ ঘন্টায় কাজে ব্যস্ত থেকে ও ভুলে যায় না এক মূহুর্তের জন্য নিজেদের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। তাই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে আমাদের ভাষা সংস্কৃতিকে বিলেতের আর্কাইভে সংরক্ষণের অবিরাম সচেষ্ট রয়েছেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও 'কৃষ্ণচূড়া সংস্কৃতি চর্চা'র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হলো।
কৃষ্ণচূড়া সংস্কৃতি চর্চা'র এ বছর ১০ বছর
পূর্তিতে এই ডক্টরেট পরিবারটি তাদের প্রিয়জন, পরিচিত সকল বন্ধু-বান্ধব এবং সম্মানিত সুধীবৃন্দের সরব উপস্থিতির মাধ্যমেই কৃষ্ণচূড়া সাংস্কৃতিক চর্চা'র ১০ পূর্তি উদযাপন করেছেন।
এই উপলক্ষে দূর-দূরান্ত থেকেও সকলের সানুগ্রহ অংশগ্রহণের মাধ্যমে পুরো দিনটি ছিল আনন্দে মুখরিত আর উৎসবের আমেজ। অনেকেই অনেক দিন পর পরিচিত বন্ধুদের সাথে মিলিত হতে পেরে খুশিতে আনন্দে মেতে উঠেছিল পুরো পরিবেশ। দুপুরের খাবার সহ চা কপি মিষ্টি ফিন্নি পায়েস বিস্কুট ইত্যাদি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
দুপুরের খাবারের পর পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই পহেলা বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকলের সাথে 'কৃষ্ণচূড়া'র প্রধান ডক্টর দম্পতি যুগল আগত সকল অতিথিদেরকে তাঁদের সুরেলা কন্ঠে গানের মুর্চনায় মুখরিত করে তোলেন। উপস্থিত ছিলেন অনেক মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এবং অধ্যায়নরত ডক্টরেট ছাত্র-ছাত্রী বৃন্দ। তাদের মধ্যে অনেকেই গান,গল্প কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই কৃষ্ণচূড়ার সাফল্য কামনা করে এবং সংগঠনের সভাপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।