গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা মুফতি ছালিম আহমদ খান–কে সভাপতি এবং হাফিজ আবিদ হোসেন খান–কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত বাকিরা হলেন , সহ-সভাপতি: হাফিজ তায়্যিব হাসান রুতবা, সাংগঠনিক সম্পাদক: সাইফুল আলম নিপু, অর্থ সম্পাদক: মোফাজ্জল আহমদ নোমান, দপ্তর সম্পাদক: মুয়াজ্জিন আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক: সামিহা আক্তার তাহসিন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: লোকমান আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক: আকরাম খান বাপ্পি।
কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য মানবসেবা ও সমাজসেবা। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, সামাজিক সংকটে সহযোগিতা প্রদান, যুবসমাজকে নৈতিক ও মানবিক কাজে সম্পৃক্ত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। তারা আরও বলেন, এই সংগঠন দেশের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে।