চট্টগ্রাম, ১২ নভেম্বর — পরিবেশ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন( ইপসা) পরিচালিত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এর উদ্যোগে “উৎসে বর্জ্য পৃথকীকরণ” বিষয়ক এক সচেতনতামূলক হাউস হোল্ড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন-এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, ইপসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জোন সুপারভাইজার মোঃ শাহিনুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, প্রজেক্ট অফিসার মোঃ সেলিম হোসেন, ফিল্ড মুবিলাইজার ইমরুল হাসান আরিফ। কর্মসূচির মাধ্যমে বাসাবাড়িতে গিয়ে নাগরিকদের মধ্যে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক, জৈব ও অজৈব বর্জ্য পৃথকভাবে রাখার পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
ইপসা’র কর্মকর্তারা জানান, শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় উৎসে বর্জ্য পৃথকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক পর্যায়ে এই অভ্যাস গড়ে তুলতে নিয়মিত প্রচারাভিযান, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হচ্ছে।
এই সময় গৃহনী ও স্থানীয় ব্যক্তিবর্গরা এই ধরণের সচেতনতা মূলক কার্যক্রমের সাধুবাদ ও ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বর্জ্য পৃথকীকরণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।