মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
আধ্যাত্মিক ও তরিকত-ভিত্তিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী মার্কেট শাখার উদ্যোগে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, বাদে মাগরিব থেকে ষোলশহর কর্ণফুলী মার্কেট চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আজিজমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর গাউছিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, অনলবর্ষী সুন্নী বক্তা ও ইসলামি স্কলার আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (ম.জি.আ)। প্রধান বক্তা ছিলেন ছিপাতলী জামিয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম আল কাদেরী (ম.জি.আ)।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী বলেন, হযরত রসুল করিম (স.) অনুসৃত পথ ও মত অনুসরণের মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ তায়ালার সৃষ্টিকুলের রহস্য উন্মোচনে হযরত গাউছুল আজম আবদুল কাদের জিলানীর অতুলনীয় ও অনন্য অবদান রয়েছে। আউলিয়া কেরামের দেখানো পথ অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ ও রাসুল (স.)’র সান্নিধ্য পাওয়া যায়। এ সময় বক্তারা বলেন, যুগে যুগে আল্লাহ’র আউলিয়াগণ মানবজাতিকে রসুল (স.) ও আল্লাহ তায়ালার সঠিক পথ অনুসরণে আহ্বান জানিয়েছেন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন গ্রীন শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মাহতাব উদ্দিন, সংগঠনের সিনিয়র সহসভাপতি কোরবান আলী সওদাগর, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আবু সওদাগর।
মাহফিল সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি। মাহফিলে মিলাদ, কিয়াম ও দোয়া-মুনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়।