রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ৩ শীর্ষ সংগঠন—ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি ব্যানার ঝুলিয়ে জানিয়ে দেওয়া হয়েছে: “ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্রশিবিরের প্রবেশ নিষেধ।”
ব্যানারে ‘সাধারণ ছাত্রসমাজ’-এর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় এটি কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, শিক্ষাঙ্গনে চলমান সহিংসতা, হুমকি-ধমকি ও দলীয় আধিপত্যের রাজনীতি থেকে মুক্ত থাকতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
Leave a Reply