একইভাবে কামাল উদ্দিন, নজরুল ইসলাম, ইমাম উদ্দিন কবীর, মোহাম্মদ হোসেন ভূঁইয়াও ৩১ বছর যাবৎ পদোন্নতি পাননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তারা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
একইভাবে কামাল উদ্দিন, নজরুল ইসলাম, ইমাম উদ্দিন কবীর, মোহাম্মদ হোসেন ভূঁইয়াও ৩১ বছর যাবৎ পদোন্নতি পাননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তারা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
প্রশাসন ক্যাডারের ১১তম, ১৩তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তারা বর্তমানে সচিব পদে দায়িত্ব পালন করছেন। অথচ এসব কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে উপসচিবও হতে পারেননি। এভাবে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত বিসিএস ১১ থেকে ২৯ ব্যাচের ১১৭ জন কর্মকর্তার পদোন্নতি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ভূতাপেক্ষিকভাবে বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্ন রূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য সচিব বরাবর অথবা ই-মেইলে যোগদানপত্র দাখিল করতে পারবেন। এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।