1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
একজন আদর্শ শিক্ষকনেতা: অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের জীবন ও কর্ম চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন জলবায়ু পরিবর্তনরোদে বৃক্ষ রোপণ করেছে এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশন চট্টগ্রামের আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার শোক সংবাদ পটিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক গোষ্ঠীর কার্যকরী কমিটি অনুমোদন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ- চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটি অনুমোদন এপেক্স ক্লাব অব বান্দরবানের সেবা কার্যক্রম অনুষ্ঠিত। যুবদলের ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে উরকিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

একজন আদর্শ শিক্ষকনেতা: অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের জীবন ও কর্ম

  • সময় বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩০ পঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশের শিক্ষাঙ্গনের নিবেদিতপ্রাণ ও মানবিকতার এক নাম অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেলার কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আজ ২৯ অক্টোবর বুধবার শিক্ষকতা জীবনের ইতি টানলেন। শিক্ষা, নেতৃত্ব ও মানবিকতার সমন্বয়ে গঠিত তাঁর দীর্ঘ কর্মজীবন তাঁকে একজন আদর্শ শিক্ষকনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

১৯৬৫ সালের ৩০ অক্টোবর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ জসীম উদ্দীন। তাঁর পিতা মরহুম মোহাম্মদ আবুল কাশেম ছিলেন নোয়াপাড়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর। পিতার অনুপ্রেরণায় তিনি ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন।

তিনি ১৯৮০ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৮২ সালে পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে প্রাণিবিদ্যায় বি-এসসি (সম্মান) ও এম-এসসি (ফিশারিজ) ডিগ্রি অর্জন করেন।

১৯৮৯ সালের ২ নভেম্বর কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে (পূর্বে পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ) প্রভাষক (জীববিজ্ঞান) হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। কর্মদক্ষতা ও নিষ্ঠার কারণে ধাপে ধাপে সহকারী অধ্যাপক (১৯৯৯), উপাধ্যক্ষ (২০০২) এবং অধ্যক্ষ (২০১৫) পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাফল্যের সঙ্গে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আজই শিক্ষকতা জীবন শেষ করলেন।

শিক্ষক সমাজের কল্যাণ ও সংগঠনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি যুক্ত হন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর সঙ্গে। তিনি পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক (২০০২–২০০৬), সভাপতি (২০০৭–২০১৭) এবং পটিয়া–কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি (২০১৭–অদ্যাবধি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাকশিস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্র ছাড়াও তিনি ক্রীড়া, সমাজসেবা ও স্কাউটিংয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। আবাহনী ক্রীড়াচক্র (পটিয়া শাখা)-এর সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮০ সাল থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পটিয়া ক্লাবের অর্থ সম্পাদক (২০০১–২০১৬) এবং চট্টগ্রাম জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি ও সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট(ক:) বৃত্তি কমিটির একজন সক্রিয় সদস্য।

বর্তমানে তিনি তাঁর আম্মা সাজেদা বেগমসহ চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছেন। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা সাধারপাড়া গ্রামে। বোয়ালখালী নিজ উপজেলা হলেও তিনি শৈশব কাটিয়েছেন পটিয়াতে। শিক্ষা জীবন, সংগঠন সব কিছুই পটিয়াতে করেছেন।

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষা ও নেতৃত্বের পথচলায় অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন সততা, নিষ্ঠা ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন। শিক্ষক, সংগঠক ও সমাজসেবক হিসেবে তাঁর অবদান শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট