"একুশ মহান "
-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
উর্দু ভাষার অবসান
বাংলা ভাষার উত্থান
২১শে ফেব্রুয়ারি
চির ভাস্বর চির অম্লান।
কেহ হয়েছে পঙ্গু আর
কেহ দিয়েছে প্রাণ
কেহ হারিয়েছে ইজ্জত
তবু বাংলা করেছে দান।
সালাম রফিক বরকত জব্বার
আর সাধারণ ছাত্র যত
শত্রু পক্ষের বুলেট বিদ্ধে
দেহ তাদের ক্ষত-বিক্ষত।
ভাষা সৈনিক আনলো কেড়ে
মোদের মায়ের ভাষা
আন্তর্জাতিক মাতৃভাষা
সকল ভাষার খাসা।
শ্রদ্ধাভরে ভালবাসি
তাদের রক্ত দানকে
পুষ্প মাল্যে বরণ করি
ভাষা শহীদ ভাইকে।
সোনার বাংলা সোনার দেশ
সোনার ধানে ভরা বেশ
ভাষা সৈনিকদের প্রিয় দেশ
মাতৃভাষার বাংলাদেশ।
মা মাটি দেশ
সুখের নেইকো শেষ
সার্বভৌমত্ব রক্ষা করি
মোরা নির্বিশেষ।
সবুজ শ্যামল বাংলাদেশ
সুখের নেইকো শেষ
মাতৃভাষা রক্ষা করব
আমরা নির্বিশেষ।
মাগফিরাত কামনা করি
সবে শহীদ তরে
ভাষা শহীদ ভাইয়েরা
শান্তি পায় যেন পরপারে।