(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার ৯ম বোর্ড মিটিং ও এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী হস্তান্তর অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩-এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মোরশেদ রেজা, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, ফ্লোর মেম্বার প্রভাষক ফারুক আহমেদ রাজু, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ রুবেল, আলী কদর জীবন ঋতু আকতারসহ অন্যান্যরা।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া এগিয়ে চলছে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে।
সংগঠনের নিয়ম অনুযায়ী পরবর্তী বছরের এজিএম আগামী নভেম্বর মাসে করার পরিকল্পনা রয়েছে তাই সকলকে আরও বেশি বেশি সেবার কাজে সহযোগিতা করে সফলতা অর্জন করতে হবে। সময় মত ২০২৫ এর গ্রহণ যোগ্য তথ্য নির্ভর ডিরেক্টরী প্রদান করায় এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।
বক্তারা সংগঠনের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, "এপেক্স ক্লাব অব পটিয়া তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
আগামী দিনগুলোতে আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ-এর সুনাম বৃদ্ধিতে পটিয়া ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। পরে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী তুলে দেয়া হয় ক্লাবের বোর্ড ও ফ্লোর মেম্বারদের।