১৯ সেপ্টেম্বর -শুক্রবার বিকেে বোয়ালখালী প্রেস ক্লাব হল রুমে এপেক্স ক্লাব অব পটিয়ার স্পন্সরে এপেক্স ক্লাব অব বোয়ালখালী গঠনে এক প্রস্তুতি সভা এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপে.মো. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব বার আউলিয়ার সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপে. জাহেদুল ইসলাম,এডিটর, ডিস্ট্রিক্ট-৩ এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব পটিয়ার ট্রেজারার এপে. মোরশেদ রেজা, সার্জন এট আর্মস এপে. এস এম আবু হেনা,ইব্রাহিম তালুকদার, সমাজ সেবক ব্যবসায়ী জামাল উদ্দিন, সাংবাদিক পলাশ চৌধুরী মুক্তি,শাহেদ হোসাইন ছোটন,এম আর তাওহীদ,শাহ আলম বাবুল, হাসান, সবুজ অরন্য ,সৈয়দ নজুরুল ইসলাম, মোহাম্মদ সোলাইমান, সরওয়ার উদ্দিন, প্রমুখ।
এতে বক্তারা বলেন (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখা গৌরবের।
মানুষের জন্য কাজ করতে পারা বড়ই সৌভাগ্যের"যার পুরস্কার সৃষ্টিকর্তা নিজ হাতে দেবেন বোয়ালখালী এপেক্স ক্লাব গঠন হলে মানুষের জন্য অনেক মানবিক কাজ করা যাবে এতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সভায় উপস্থিত সকলেই এপেক্স বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রেখে বোয়ালখালী এপেক্স ক্লাব গঠনে ভূমিকা ঐক্যমত প্রকাশ করেন এবং অতিদ্রুত একটি সুন্দর কমিটি গঠন করা হবে বলে জানান।