সাতকানিয়া, ৩ নভেম্বর:
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাতকানিয়া (ইউ/সি) এর উদ্যোগে প্রথম ডিনার মিটিং ও অসহায় এক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব সাতকানিয়া ও এপেক্স ক্লাব অব বান্দরবানের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সোমবার সন্ধ্যায় কেরানীহাট আল আকসা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এপেক্সিয়ান আবছার উদ্দিন, সভাপতি, এপেক্স ক্লাব অব সাতকানিয়া (ইউ/সি)। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্সিয়ান ইসমাইল মোহাম্মদ রাশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ-এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট–৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান,
এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস), এপেক্স বাংলাদেশ,
এবং এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপেক্সিয়ান জসিম উদ্দিন (এক্সপ্যানশন ডিরেক্টর),
এপেক্সিয়ান মোহাম্মদ বাহাদুর (সার্ভিস ডিরেক্টর),
এপেক্সিয়ান কামাল উদ্দিন (মেম্বারশিপ ও এটেনডেন্স ডিরেক্টর),
এপেক্সিয়ান কায়সার হামিদ, ইঞ্জিনিয়ার আরাফাত, এপেক্সিয়ান আরিফ, এপেক্সিয়ান মোহাম্মদ রিয়াদ,
ও এপেক্সিয়ান মোহাম্মদ রফিক প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“এপেক্স বাংলাদেশ সারাদেশব্যাপী মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। মানুষের জন্য কাজ করা সৌভাগ্যের বিষয়। প্রত্যেকেই নিজের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি এপেক্স ক্লাব অব সাতকানিয়াকে আরও সেবাধর্মী কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।”
অনুষ্ঠানের শেষে ক্লাবের চলমান সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।