আগামী ১২ ই ডিসেম্বর এপেক্স বাংলাদেশের উর্বর জনপদ ডিস্ট্রিক্ট -৩ এর কনভেনশন চট্টগ্রাম ফয়েজ লেক সী ওয়ার্ল্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষ্যে গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম মোমিন রোড সাফরান রেষ্টুরেন্ট এ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি ( এনইএস) এপে.মো. লিয়াকত আলী"র সভাপতিত্বে কনভেনশন কমিটি ও এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপে. আরিফ খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের আইপিএনএসডি এপে. অনুপ দত্ত, ডিস্ট্রিক্ট -৩ গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, কনভেনশন কমিটির কো- চেয়ারম্যান ও হোস্ট ক্লাব এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব বার আউলিয়ার আইপিপি এপে. ফসলাম ফরিদ চৌধুরী, ন্যাশনাল সার্জেন্ট এ্যাট আর্মস এপে. তুষার, কনভেনশন কমিটির এডিটর এবং জেলা ০৩ এর এডিটর এপে. মোহামমদ আবু সাঈদ তালুকদার খোকন, সাব এডিটর এপে. শফিকুল আলম বশর, বার আউলিয়া ক্লাবের সভাপতি এপে.রানা দাশ প্রমুখ।
এতে বক্তারা বলেন
এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট–৩ কনভেনশন সফলভাবে সম্পন্ন করতে আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতাই হলো সবচেয়ে বড় শক্তি।
মানবিক সেবা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করতে এই কনভেনশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।
আমরা বিশ্বাস করি—একতার শক্তি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই কনভেনশনকে সফল, স্মরণীয় ও ফলপ্রসূ করে তুলতে সক্ষম হবো।
উপস্থিত সকলেই অনুষ্ঠানের সার্বিক সফলতা এবং সহযোগিতা কামনা করেন।