আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে এপেক্স বাংলাদেশের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিনার মিটিং অসচ্ছল মানুষকে আর্থিক সহায়তা প্রদান ১৯ জুলাই শনিবার সন্ধ্যায় পটিয়া খুশবো ডাইন রেস্টুরেন্টে এ এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর এডিটর এপে.মোহাম্মদ আবু সাইদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্ট এপে.শফিকুল আলম বশর,ফেলোশিপ অ্যান্ড পিআরএস ডিরেক্টর এপে. আবদুর রহিম খন্দকার, সার্জন এট আর্মস এপে. এস এম আবু হেনা, ফ্লোর মেম্বার এপে. নাঈম উদ্দিন আলমদার, আলী কদর জীবন, মুনতাছির আলম তাজিম ও তাহসিন আলম আজিম প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ মানবতার এক উজ্জল দৃষ্টান্ত।
মানুষের জন্য নিবেদিত হয়ে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন যা সত্যি প্রশংসনীয়।
নতুন প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতেও কাজ করছে এপেক্স বাংলাদেশ।
এপেক্স ক্লাব অব পটিয়া সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এতোমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন।
আগামীর স্বপ্ন নিয়ে এপেক্স ক্লাব অব পটিয়া আরও বেশি বেশি সেবা পরিচালনা করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।
পরে কেক কেটে সংগঠনের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অসচ্ছল মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।