চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাটে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ–এর বার্ষিক ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, পরিচালক, কাজী নজরুল গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর সুমঙ্গলন মুৎসুদ্দি , সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিদর্শক, চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন।
এদিন শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সকল অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।