এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে ফেরদৌস আরা-কে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্যাডে এ অনুমোদন প্রদান করা হয়।
নবনিযুক্ত কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ফেরদৌস আরা সংগঠনের সার্বিক কার্যক্রম সমন্বয়, নারী ও শিশু অধিকার সুরক্ষা কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তার এবং জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী নবনিযুক্ত কেন্দ্রীয় সমন্বয়ক ফেরদৌস আরা-কে শুভেচ্ছা জানিয়ে বলেন,
“নারী ও শিশু অধিকার রক্ষায় ফেরদৌস আরার আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক অভিজ্ঞতা আমাদের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, তার নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা নতুন উচ্চতায় পৌঁছাতে পারব।”
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন,
“নারী ও শিশুদের অধিকার রক্ষায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।”
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ফেরদৌস আরার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশু অধিকার সুরক্ষা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।